ওরে ও অধম পুরুষ ,
পুরুষ তো নয় কাপুরুষ ~


ঝোপে ঝাড়ে আবডালে
পাতিস কেন আড়ি?
পাশব ওই প্রবৃত্তিতে
শিকার যে তোর নারী!
ওরে ও পাপাত্মা
নরকের কীট,
সদলবলে অবলার
হারেই তোদের জিত!
নারীখেকো হায়না তোরা
শয়তানের দল,
ঘৃণার চোখেও ঘৃণ্য তোরা
বিষাক্ত গরল!


নিজেকে তো পুরুষ বলিস
কীসের এতো ভয়?
প্রকাশ্যে পুরুষ সেজে
দ্যাখ না কী হয়!
ন্যায়ের পথে একটিবার
লড়াই করেই দ্যাখ,
নারীর রোষের অগ্নিবাণে
জ্বলে হবি খাক!
দুর্গারূপে পদতলে
দলবে নারী অসুর,
জাতির বীণে বাজবে সেদিন
নারীর জয়ের সুর!