জন্ম লগ্ন থেকে শৈশবহারা
বিবর্ণ শুকনো মুখে,
জিজ্ঞাসু দৃষ্টিতে খুঁজে ফেরে শৈশব -"পথশিশু"!
এ কেমন সমাজ,কেমন দেশ?
ক্ষুধার্ত নিষ্পাপ অসহায় শিশুদের
পরম স্নেহে বুকে তুলে নেওয়ার পরিবর্তে
তকমা দেওয়া হয় -'পথশিশু'!


একটু সহানুভূতি
দু'কলম গানের কলি,
কিংবা আবেগপূর্ণ কাব্যকথা!
দায়িত্বের ইতি...আর কী বা করতে পারি আমরা?


তবে কারা নেবে -
ওদের ক্ষুধা নিবৃত্তি,সামাজিক অধিকার
কিংবা সুস্থ শৈশব ফিরিয়ে দেওয়ার দায়িত্ব?


কেন পারিনা আমরা -
দুধে ভাতে থাকা শিশুদের অধিকারের কিয়দংশ
ওদের তরে গচ্ছিত রাখতে!
কথায় বলে -
'বিন্দু থেকেই সিন্ধু হয়'!


কোনোদিন কি আসবে নতুন সূর্যোদয়ের সেই ক্ষণ
যখন সমাজের বুক থেকে সমূলে উৎপাটিত হবে
হৃদয়বিদারী যন্ত্রণাদায়ক সেই শব্দ - 'পথশিশু'
শত শত উজ্জ্বল কচি মুখের প্রাণখোলা হাসিতে
কলুষমুক্ত হবে সমাজ!
ঈশ্বরের রূপ নিষ্পাপ সমস্ত প্রাণের তরে
গহীন অন্তরে একটাই শব্দ ধ্বনিত হবে -ওরা 'শিশু'
দেশ ও দশের ভবিষ্যত!
একটা সুস্থ জীবন,একমুঠো সোনালী রোদ
ওদের সকলেরই প্রাপ্য,অধিকার!