'মা' -অধীর অপেক্ষার অবসান
      প্রতিটি রোমে রোমে শিহরণ
      সব পেয়ে গেছি যেন!
      পরিপূর্ণ পরিতৃপ্তির ছোঁয়ায়
      উদ্ভাসিত মুখমন্ডল,
      সমস্ত জাগতিক সুখের সীমানা পেরিয়ে
      স্বর্গ সুখের অনাবিল সুখানুভূতি!


'মা' - পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়
        ছোট্ট কচি প্রাণও বোঝে সে কথা!
        গহীন অন্তরে কে যেন বলে ওঠে - আমি আছি
        কোনো অশুভের সাধ্যি নেই তোকে ছুঁয়ে দেখে!


'মা' - সচকিত উচাটন মন
       সব কিছু উপেক্ষা করে বিচলিত বিহ্বল চিত্ত,
       বাছা আমার নিরাপদ তো?


'মা' -আঘাতটা যেন পেয়েছি আমিই
       ব্যাথার অনুভূতি, সেও যেন আমারই!
       যথারীতি -
       নিজের অজান্তেই ঝরে যায় উষ্ণ ধারা!


'মা' - অবশেষে -
       গর্বিত অনুভবে কানায় কানায় পূর্ণ অন্তর
       সাফল্যের শিখর ছুঁয়ে দেখেছি যেন আমিই
       উষ্ণ নোনা আনন্দ ধারায় অন্তহীন বহিপ্রকাশ!
       ওকে সবটুকু পাইয়ে দিতে
       নিজের সবটুকু হারাতে একটিবারের জন্যও
       কুন্ঠিত হয় না হৃদয়!


       একেই বুঝি বলে নাড়ীর টান!