ওরা বলে ভুল ছিল,
হৃদয়ের কথায় কাজ
বাস্তব তো ভুল বলবেই!
দৃষ্টি এড়িয়ে যখন ভেজে মন
সেই পুরোনো ঢঙে হৃদয়ের কোমল আলিঙ্গন -
জীবনের একটা পদক্ষেপ, সবাই যাকে ভুল বলে
আজ তার ছত্রছায়ায় পালিত হয়
মূল্যবোধ চেতনা একটুকরো মানবতা
স্নেহ মায়া মমতা আর ভালোবাসা তো আছেই!
তাকে ঠিক কতটা ভুল বলা চলে?
চুরি হয়ে যেতে দিইনি এই সব কিছু
হয়তো সেটাই আমার ভুল ছিল!
তবে বাস্তব আমায় ভেজায় কারণে অকারণে
গুছিয়ে পরিহাস করে আমায়!
অবিচল হৃদয় -
বলে, ভরসা রাখ সময়ে
শেষ কথা যে সেই বলবে!


দ্বন্দ্ব শুরু সেদিনই
যখন প্রথমবার একটিবারের জন্য ভিজেছিল হৃদয়!
চড়তে থাকে দ্বন্দ্বের পারদ সময়ে অসময়ে
সত্যিই কি তাহলে ভুল ছিল...!!