ছেলে আমার বিলেত ফেরত
মস্ত অফিসার,
আশেপাশে এমন ছেলের
জুড়ি মেলা ভার!
থাকে ওরা মস্ত ফ্ল্যাটে
স্বামী স্ত্রী আর ছেলে,
জায়গা ওদের কম পড়ে যায়
আমি সেথায় গেলে!
বাড়তি একটা ছোটো ঘর
তবুও সেথায় ছিল,
ওদের সাধের সারমেয়টি
ছড়ায় সেথায় আলো!
ছেলের আমার মান থাকে না
অফিস কলিগ এলে,
এযুগে যে অচল আমি
অনেকটা সেকেলে!
থাকুক ওরা সবাই সুখে
নেই তো মনে ক্ষোভ,
মস্ত বাড়ী টাকাকড়ি
নেই ওসবে লোভ!
মন যে শুধু কাঁদে খনিক
ভালোবাসার তরে,
স্মৃতিগুলো গুমরে মরে
শূন্য মনের ঘরে!
এ জগতে মোদের তরে
জায়গা বড়ই কম,
তাইতো মোদের শেষ ঠিকানা
কোনো বৃদ্ধাশ্রম!