স্বাধীন দেশেতে আমি খুঁজে ফিরি স্বাধীনতা
প্রতিদিন যে দেশে চুরি যায় মানবতা!
দেশটা স্বাধীন তাই ঘুমিয়ে যে চেতনা
বেঁধে দেয় কারা যেন মূল্যবোধের সীমানা।
নারীদের সম্ব্রম খুঁজে ফেরে স্বাধীনতা
সভ্যতা চুরি করে উশৃংখলতা!
সোচ্চার কন্ঠ যদি চায় স্বাধীনতা
চিরতরে হারাবে সে বাচনের ক্ষমতা!
নিয়মের বেড়াজালে বন্দী যে লেখনী
বাড়াবাড়ি হলে ওরা ভেঙে দেবে তখনি!
শিক্ষার অধিকারও বিত্তের দখলে
মিলবে শিক্ষা ভালো পকেটটা ভারী হলে!
স্বাধীন দেশটি ভরা অভুক্ত অভাগাতে
পারল কি স্বাধীনতা সেই জ্বালা মেটাতে!
পথশিশু খুঁজে ফেরে শৈশব স্বাধীনতা
গরীবের তরে দেশে আছে শুধু শত ব্যথা!
স্বাধীনতা থাকে তবু বিত্তশালীর পাশে
অন্যায় অবিচার ঘটে চলে অনায়াসে!
উৎসবে মাতি সবে স্বাধীনতা দিবসে
শেখা বুলি মেখে নিয়ে দেশভক্তির সুবাসে!
দেশ তো স্বাধীন তবু কেন খুঁজি স্বাধীনতা
সবই তো আছে তবু কেন এই শূন্যতা?