মন আমার কী সুখে আজ
ডানা দুটি মেলেছে,
আকাশনীলের হাতছানিতে
আজ হারাতে চাইছে!
মেঘবালিকার কানে কানে
বলবে মনের কথা,
আকাশনীলে মিশিয়ে দেবে
জমানো নীল ব্যথা!
সুখপাখিটার ইচ্ছেডানায়
দিগন্তের ওই লালে,
যখন যেথায় যেমন খুশি
ইচ্ছে দেবে ঢেলে!
নিষেধ মানার বাঁধন ছিঁড়ে
চলবে দুলে দুলে,
খামখেয়ালে খেয়ালী বাতাস
একটু ছুঁয়ে দিলে!
পুরোনো সব হিসেব যত
ভাসাবে জলের তোড়ে,
ভালোবাসার পরশটুকু
মাখবে দুহাত ভরে!
হারাতে চায় মনটি আমার
অজানার ওই ভিড়ে,
জীবন মানে হয়তো বা কেউ
শিখিয়ে দেবে তারে!