( শ্রদ্ধেয় কবি প্রনব মজুমদার -কে উৎসর্গ করলাম আমার এই কবিতা)


শ্রদ্ধেয় কবি তিনি প্রনব মজুমদার,
উৎসাহ দানে যার জুড়ি মেলা ভার!
হিতৈষী প্রিয় কবি বিমল প্রয়াসে,
যথাযথ নামখানি দেন অনায়াসে!
নয় সেতো সোজা ভারি নামটি প্রদান,
নাম পেলে কবিদের নেচে ওঠে প্রাণ!
তার দেওয়া নামখানি অমূল্য ধন,
তুচ্ছ যে তার কাছে বহুমূল্য রতন!
আলোচনা পাতাতে কাল গিয়ে দেখি,
কবির প্রয়াসে আমি হয়েছি কেতকী!
আপ্লুত অভিভূত বিমোহিত আমি,
ভাবিনি তো এ আসরে হবো এতো দা্মী!
কবিতাঞ্জলি দিয়ে জানাই তাঁরে প্রণাম,
জীবনভর মাথার 'পরে রাখব এই নাম!
নাম শুধু নয় এতো উপাধি সমান,
সদা যেন আগলে রাখি এর মান!