কথায় কথায় বাড়লে কথা
বাড়ে শুধুই মনের ব্যথা,
স্বল্প কথায় আসল কথা
সঙ্গে যে চাই ঠান্ডা মাথা!
হয় যদিও মনটি সাদা
ফোটে মুখে হাজার কথা,
সবার কাছে অপ্রিয় যে
হতেই হবে সেতো বাঁধা!
দেখে বুঝে বিচার করে
বললে তবু দুটি কথা,
বুদ্ধিমানের পরিচয়ে
ধন্য হবে সে জন সদা!