ইচ্ছেগুলো নতুন করে
সেই পুরোনোর হাতটি ধরে,
বৃষ্টি থামার একটু পরে
মাটির সোঁদা গন্ধে ওড়ে!
হাঁটুজলে পা ডুবিয়ে
শীতল আবেশ মাখছি গায়ে
জল টুপ টুপ ছন্দ পায়ে!
কাগজেরই ছোট্ট নায়ে
ছেলেবেলার দিন ভাসায়ে
গাইছে জীবন খুশীর লয়ে!
ইচ্ছেগুলোর ইচ্ছে করে
বৃষ্টি ভিজে পড়ুক জ্বরে,
চোখ রাঙ্গানি কানমলাতে
স্নেহের পরশ পড়ুক ঝরে!
বৃষ্টি শেষের মিষ্টি আলো
মাখতে গায়ে লাগছে ভালো,
যাচ্ছে ধুয়ে মনের কালো
ভাবছে বসে ইচ্ছেগুলো!
পেতাম যদি সেই পুরোনো
স্নেহ মায়ায় দিন জড়ানো,
ছোট্ট হৃদয় ছল হারানো
সোনালী দিন মনমাতানো!