বলছে আমার কলমখানি
সর্বনেশে কথা,
লিখতে পারি সবই তবে
লিখব না আর ব্যথা!
বর্ষা ভেজা বাদল দিনের
গল্প হলো মেলা,
রংবেরঙের বসন্ত ফুল
ফোটাও না এই বেলা।
বেশ তো আছো খোশমেজাজে
দিব্যি সুখের বাসে,
তবে কেন দুঃখ ডেকে
আনছ সুখের পাশে।
ইচ্ছেমতো যখন তখন
ভেজাও তুমি আমায়,
সইব না আর কোনো ব্যথা
বলছি আমি তোমায়।
ব্যথায় ভরা হৃদয়টাকে
কাঁদিয়ে দেওয়া সোজা,
হাসাতে কি পারবে তুমি
ছড়িয়ে খুশী মজা?
বুঝব আমি বুঝব তোমায়
পারবে তুমি যেদিন,
হাসিখুশীর ঝরনাধারায়
ভেজাবো নিশিদিন!