কুঁড়ি থেকে সদ্য ফোটা ফুল -
না না!ওকে ছিঁড়ো না!
ওর রঙিন কোমল পাপড়িগুলো নিয়ে
ছেঁড়া ছেঁড়া খেলা খেলো না,
ওকে হাসতে দাও,খেলতে দাও প্রকৃতির কোলে!
ইন্দ্রিয়ের বিচারে ওর সৌন্দর্য মাপতে যেও না
হৃদয়ের অনুভবে অনুভব করতে শেখো ওকে!
ওর মনমাতানো সৌরভের পরশ ছুঁইয়ে দাও
মনের কোণায় কোণায় জমে থাকা মলিনতায়,
দেখবে অনেকটা হালকা লাগছে নিজেকে!
কোমলতা উদারতা সহনশীলতা নম্রতা-
কতকিছু শেখার আছে ছোট্ট একটা ফুলের কাছে!
ওকে রিক্ত করে সমৃদ্ধ হতে চেও না,
সমৃদ্ধ হও ওর কাছ থেকে শিখে!
বাঁচতে দাও ওকে সুন্দর পবিত্র একটা ফুলের জীবন,
দেখবে তুমিও কত সুন্দর -
ঠিক ফুলের মতো...!!