শব্দ কথা হারিয়েছে আজ
চাঁদ তারাদের ভিড়ে,
জোনাক বলে দাও না ছুটি
একটু জুড়োই নীড়ে!
ঝিঁঝিঁরা তবু গাইছিল বেশ
সেই চেনা সুরে তালে,
আমায় দেখে স্তব্ধ ঝিঁঝিঁ
হারায় অন্তরালে!
তারারা আমায় দেখেও দেখে না
ব্যস্ত আলাপনে,
খেয়ালী বাতাস আজ কেন যে
দেয় না দোলা প্রাণে!
মেঘ বলে আজ নেই যে সময়
দাও গো আমায় ছেড়ে,
সুদূর পানে দূর অজানায়
ডাকছে আমায় কেরে!
মেঘের আড়ালে লুকিয়ে জোছনা
বলছে আড়ি আড়ি,
ঢের হয়েছে কবিতার খেলা
যাও দেখি আজ বাড়ি!
রাত্রি যে আজ মুখ ফিরিয়ে
বলছে ছুটি ছুটি,
শূন্য পাতায় হিজিবিজি
শুধুই কাটাকুটি!