উঠতে বসতে নাইতে চলতে
অনুভব বাঁধি ছন্দে,
প্রেম প্রতিবাদ ব্যথার কথায়
মালা গাঁথি ভালো মন্দে!
ব্যস্ত জীবন ব্যস্ত সময়
সকাল থেকে সন্ধ্যে,
অবকাশে তবু মনকে মাতাই
কবিতার সুগন্ধে!
অবাধ আসরে মনের কথায়
লিখে চলি সানন্দে,
শব্দে ছন্দে হয়কি কবিতা
থাকি আমি বড়ো ধন্ধে!
সাধ যে বড়ো মাতবে আসর
কুসুমসম গন্ধে,
হয়তো নিত্য মিথ্যে প্রয়াস
করি চলি আনন্দে!