যা পাখি আজ উড়তে দিলাম তোকে
এখানে আজ সব যে বড়ই ফিকে!


যা চলে যা নিরুদ্দেশে
সুখ যেখানে পাবি শেষে!
স্বপ্ন বোঝাই রঙিন ডানায়
পৌঁছে যা তুই সেই দুনিয়ায়,
রঙ যেখানে কানায় কানায়
তারারা যেথায় গল্প শোনায়!
সবুজ ঘন শান্ত ছায়ায়
শর্তবিহীন প্রেমের ছোঁয়ায়!
যা চলে যা দূর বহুদূর
হাসছে যেথায় সোনা রোদ্দুর!
মেঘের দেশে চলার ফাঁকে
রংধনু রং মাখিস চোখে!
জানার মাঝে অজানা জেনে
খুঁজে নে তুই বাঁচার মানে!


যা পাখি আজ উড়তে দিলাম তোকে
স্বপ্নরঙিন মুক্ত জীবন আজ যে তোকে ডাকে!