এই ধরো পথ চলতে যদি কখনও
হারিযে়্ যাই অজানা পথের বাঁকে,চিরতরে -
হয়তো সেদিন বুঝবে তুমি!


হ্যাঁ,আমি আবেগপ্রবণ
জীবন আমার অনুভূতিময়!
অতীব বাস্তব বুদ্ধি সম্পন্ন তুমি,
তোমার জীবনে আজ আমি -
এক নাটুকে অধ্যায় মাত্র!
আমার আবেগের ঝরনা ধারায়
অপ্রত্যাশিত ভিজতে হয় তোমাকেও!


মাঝে মাঝে ভাবি -
পাশাপাশি পথ চলতে চলতে
কোনো এক অবাঞ্ছিত লহমায় হঠাৎ
হারিযে় গেলে আমি -
জানি,অনুভবে বুঝবে না আমার অনুপস্থিতি!


প্রথম যেদিন একটিবারের জন্য হলেও
অনুভব করবে -
আমি তোমার এক অভ্যেস,
ঠিক সেদিন থেকেই হয়তো বুঝবে তুমি!


অনুভূতি,আবেগ -
সে জ্বালা বডো় জ্বালা!


,