নীরবতার আশ্রয়ে নিশ্চিন্ত ঘুমে
রূঢ় সত্য...
অভিনেতা নই তবু ফাঁক রাখি না অভিনয়ে
এই হাসিটুকু আছে বলেই উতরে যায় মুহূর্তেরা!
অভিধান ঘাঁটলে বেশ কিছু কঠিন শব্দ...
দিব্যি চাপা পড়ে যায় সারল্য,
আজকে দেখেছি ভোরের আলো
সেই তো বাহুল্য!
হিসেব মেলানো বিলাসিতা
কালের গহ্বরে সমাধিস্থ অহেতুক ব্যথা!
শতাব্দীর ওপারে আলোকবর্ষ দূরে
যদি দেখা হয়...রাখা আছে কিছু দাবী,
শিলালিপি ঘেঁটে খুঁজবে তখনও
নামহীন পথে হেঁটে যাওয়া
পথহারা কোনো কবি!