রাতের শরীর বেয়ে ধীরে থীরে
নেমে আসে জোছনা...
মিশে যায় নদী স্রোতে,
প্রত্যয়ী আঙুল ছুঁয়ে ছুঁয়ে হাত
অঙ্গীকারের হাতে!
পৌঁছে যাব ঠিক সে ভোরে
আলোর পরশে মলিনতা ধুয়ে
আনবেই কেউ বার্তা শুভ
পাখির মুক্ত ডানায় চড়ে...
পৌঁছে যাব ঠিক সে ভোরে!
মুক্ত কন্ঠ গাইবে যেখানে
মানবতার জয়গান,
অশুভের ভয়ে কাঁপবে না আর
আর কোনো ভীরু প্রাণ!
দশটি হাতের একটি মুঠোয়
সাহসের সঞ্চয়,
নতুন দিনের নবীন প্রভাতে
হবে সত্যেরই জয়!