জানি অন্যায় সয়েছ তুমি
দিনের পর দিন,
রঙ কেড়েছি আমরা তুমি হয়েছ বর্ণহীন!
জ্বালিয়েছ তাই প্রতিবাদের আগুন
জ্বলে পুড়ে খাক হচ্ছে চারিদিক
রঙ হারাচ্ছে জীবন প্রতিদিন!
সহ্যের সীমা লঙ্ঘিত হলে
এমনই বুঝি হয় ভবিতব্যের ছবি
তাই বিধাতাও থাকেন ভীষণ নিশ্চুপ,
স্নিগ্ধ রূপে মোহিত  হয়েছি বহুবার
দেখিনি তো আগে এমন ভয়াল রূপ!
মানুষ গড়তে বুঝি বা তুমি
দিচ্ছ কঠিন শিক্ষা,
ক্ষমা করো তুমি শান্ত হও
করো এবার শেষরক্ষা।