ছোটো থেকে মাথার 'পরে
তুমিই তো বটগাছ,
তোমারই ছায়ায় পেয়েছে জীবন
সুন্দর এক আজ!
পার করেছ কঠিন সময়
সদা হাসি মুখে,
তোমার ত্যাগের বিনিময়ে
থাকি আমরা সুখে!
করেছ পূরণ অভাব যত
মিটিয়েছ সব সাধ,
তোমার স্নেহের পরশ পেলে
ভাঙে যে খুশির বাঁধ!
জীবনভর দিয়েছ শুধু
করোনি কিছুই আশা,
আজও সবার ভরসা শুধু
তোমার ভালোবাসা!


সুস্থ থেকো ভালো থেকো
ঈশ্বর তুমি দেখো,
এমনি করেই সারাজীবন
হাতটা মাথায় রেখো!
তোমার চরণ ছুঁয়ে সদা
জীবন যে হয় ধন্য,
আজও সবাই ভালো থাকি
শুধু তোমারই জন্য!
তোমার তরে এই হৃদয়ে
শ্রেষ্ঠ আসন পাতা,
আমার কাছে এজগতে
তুমিই শ্রেষ্ঠ পিতা!


(প্রয়োজনে আজ আমার আর আমার মা-বাবার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব!কিন্তু মন বাঁঁধা পড়ে থাকে প্রতিটি মুহূর্তে ওই দুটি মানুযের কাছে! জীবনের মধ্য গগনেও কখনও কখনও শিশু হয়ে যাই বাবা মায়ের জন্য!আজ পিতৃ দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এই ক্ষুদ্র প্রচেষ্টা!
পৃথিবীর সকল পিতার প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা ও প্রণাম!)