সুখের চাদর গায়ে জড়িয়ে
দুঃখের অলিগলিতে শৌখিন পথচলা...
নাহলে সুখের অনুভবে ভাটা পড়ে যায় যে!


চলতে চলতে কখনও যদি জাগ্রত হয়
মানবিক চেতনা....
শূন্য পাতায় কলমের আঁচড়
হৃদয় ছুঁয়ে যাওয়া শব্দের গাঁথুনিতে
মানবতার জাল বোনা,
কবিতার বুকে ঝড়....!


লিখতে লিখতে কখনও কি
অজান্তে ঝাপসা হয়েছে দৃষ্টি?
কিংবা দু'ফোঁটা অবাধ উষ্ণ ধারা
স্বাক্ষর রেখে গেছে কবিতার পাতায়?
একটিবারও কি মনে হয়েছে
খুব কাছ থেকে জানতে....
কতটা দুঃখ পেয়েছে ওরা কিংবা
কতটা কষ্টে রয়েছে ওরা..?
কখনও কি মনে হয়েছে
নিজের প্রাচুর্যের কিয়দংশ
ওদের সঙ্গে ভাগ করে নিতে...?


নাকি সবটাই আত্ম তৃপ্তি...
মানবিক বোধের স্পর্শে আত্মার তৃপ্তি লাভ
অথবা,
নিজের মহানুভবতা প্রকাশের ব্যর্থ প্রচেষ্টা....!


প্রশ্নটা কিন্তু ঝড় তুলেছে
অনেকবার....!



(কবিতার মাধ্যমে যেকোনো প্রশ্নই শুধুমাত্র নিজেরই জন্য..অন্য কারও উদ্দেশ্যে নয়)