যেন জন্ম জন্মান্তরের অপেক্ষার অবসান...
তোমার ঠোঁটৈর কোণে...সেই হাসি!
যা দেখবে বলে আমার অধীর নয়ন
অপেক্ষায় থাকতে পারে...
আমরণ অথবা মরণেরও পরে...জন্মান্তরে!
হাসিমুখে দেখেছি তোমায় অনেকবার
সাধ ছিল মনে বড়ো...
ঠিক যেন এই হাসিটাই দেখবার!
তোমার মুখে এই হাসিটা ভীষণ মানায়....
অনুভবে স্বর্গসুখের শিহরণ
স্বর্গদ্বারে দাঁড়িয়ে আমি...ঈশ্বর ছুঁয়েছি যেন!


জানালার ফাঁক গলে
একফালি রোদের মিঠে পরশ,
মুখের 'পরে...আরও একটা নতুন ভোরে!
ঘুমোই আজও, জাগব বলে সেই ভোরে
সজোরে চিমটি কাটার পরেও দেখব,
সেই হাসিমুখে 'মা'....আমার শিয়রে!