গর্জে উঠবে আবার জানি
কিছু প্রতিবাদী কলম,
জ্বলবে আবার হাজার মোমের শিখা!
স...বটা যাবে আবার বিফলে
দেশের মাটি ভিজবে আবার
নির্যাতিতার চোখের জলে...
পিশাচ বাহিনীর নতুন কাহিনী
শিরোনাম হবে খবরের পাতায়,
ভেঙে যাবে কিছু ভাঙা মন আরো
পড়বে যখন নারীর রক্তে লেখা!
শিশু বা যুবতী কিংবা বৃদ্ধা
কামনার ঘায়ে রক্তাক্ত শ্রদ্ধা,
ভালোবাসা প্রেমে রক্তের দাগ
ক্ষমতার বলে বাড়বে স্পর্ধা!
বিবেক চেতনা ক্রমে যে অচেনা
মায়ের জঠরে ভ্রূণের কান্না...
আমি যে কন্যা...দয়া করো মাগো
সাধ করে আর আমায় জন্ম দিও না!
মরতে যখন হবেই মাগো
তিলে তিলে কেন মরি,
সম্মানটুকু বেঁচে থাক তবু
কাহিনীটা শেষ করি!


কোন সে দোষে বইছে প্রভু
নারীর রক্ত ধারা?
বোঝে না পুরুষ নারী বিনে যে
জগৎ সর্বহারা!