মুহূর্তগুলো হারিয়ে যায় মুহূর্তেই...
যা কিছু সুখময়
ছেড়ে যেতে চায় না মন
ঝটপট ক্যামেরাবন্দী,আঁকড়ে ধরা প্রাণপন!
ওরা তবু ফিরে আসে বার বার
শীতের অলস দুপুর যখন পাতাঝরা,
বাদলা বিকেল যখন মনমরা!
অজান্তেই ফুটে ওঠে ঠোঁটের কোণে হাসি
স্মৃতিপটে জাগছে যখন সেই চেনা ক্ষণ,
যেখানে হাত হাত রেখে তুমি আর আমি
দাঁড়িয়েছি পাশাপাশি!
যে ছবিটায় নীলের পটে হাসছে সবুজ...
ঝর্ণা বলে ভালো থেকো বন্ধু,আজ তবে আসি!
সময় কেবলই বড়োই কঠিন...
ক্লান্ত পায়ে সাঁঝেরবেলায় নিয়মমাফিক
ডুবছে আর এক দিন,
মুহূর্তের কাছে আরো একবার
পড়ছে বাঁধা ঋণ!