রাত্রির কোল আলো করে
ফুটফুটে সদ্যজাত বেলি
শ্বেত শুভ্র স্নিগ্ধ রূপ,মিষ্টি সুবাসে
আবেশিত চারিদিক।
বৃষ্টিস্নাত সকালের প্রথম রোদ্দুরের ছোঁয়ায়
জন্ম নিচ্ছে কবিতা।
নিটোল নিসর্গের গা ছুঁয়ে দিলে
স্বর্গীয় সুখের স্পর্শ,
বিষাদিত কোনো মন জুড়ে তখন
অনাবিল হর্ষ।
থোকা থোকা বেলফুল রূপে তার মশগুল
সেজে ওঠে পূজার থালা,
শোভা তার শতগুন দেবতার চরণে
যখন সে কন্ঠে মালা।