স্বপ্নভঙ্গের ব্যর্থ কাহিনী
সমুদ্র ছাড়া কাউকে শোনাইনি
আকাশ তবুও কিছুটা জানে
ঝড়ের কথা বাতাসকে বলিনি।
একান্ত আপন চিলেকোঠা ঘর
প্রশ্নেরা আজ খুব অবান্তর,
হিংসে হয় না চাঁদকে দেখলে
জোছনার কাছে আমি খুব ঋণী।
স্বপ্নভগ্নের ব্যর্থ কাহিনী
মানিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি
অকারণ সেতো হলে অভিমানী।
পা কেটে গেছে টুকরো কাচে
রক্ত ঝরেছে অনেকখানি,
টুকরোগুলো তেমনি আছে
জোড়া লাগানোর চেষ্টা করিনি।
ভগ্ন দশায় ভাঙা স্বপ্ন
দিবা স্বপ্ন আর তো দেখিনি।
স্বপ্ন ভঙ্গের ব্যর্থ কাহিনী
সমুদ্র ছাড়া কাউকে শোনাইনি।