সময় অসময়...
খুঁজি শুধু তোমায়!
তোমার তোমাকে খুঁজে
হই আমি সারা,
এতো কাছে তবু দূরে
দাও না যে ধরা!
নিত্য যে ওই পথে
মিছে পথ চাওয়া,
উদাসীন সেই তুমি
করো আসা যাওয়া!
কথাদের মেঘ জমে
বিষণ্ণ মন-আকাশে,
কখনও মানে না বাধা
ঝরে যায় অনায়াসে!


হয়তো বা কোনোদিন
সময় তোমারও হবে,
সেদিন এ পথে শুধু
স্মৃতিরাই পড়ে রবে!
হয়তো সেদিন ঝড়
উঠবে তোমারও মনে,
খুঁজবে আমায় তুমি
দূর বহুদূর পানে!
অসীমের মাঝে আমি
থাকব শান্তি ঘুমে,
উদাসীন অনুভব
থাকবে তোমার নামে!