১.গাছ বাঁচাও


সবুজ পাতা গাছের কথা
ছিঁড়লে ওদের লাগে ব্যথা।
আর কেটো না গাছ কেটো না
বন্ধু ওরা তাও জানো না!
এসো সবাই গাছ লাগাই
সবুজ প্রাণের গান গাই।
সবুজ বিনে গতি যে নাই
গাছ বাঁচাতে লড়ব তাই।
থাকলে সবুজ বাঁচে প্রাণ
ভুলো না গাছের অবদান।



২.রেলগাড়ি মজা ভারি


কু ঝিক্ কু ঝিক্ ছুটছে যে রেলগাড়ি
সবুজ ঘেরা পথটি দিয়ে চলছে যে সওয়ারি।
পার হয় মাঠ ধানক্ষেত নদী পার হয় যতো বাড়ি
জোরে আরও জোরে দূর বহুদূরে ছুটছে যে রেলগাড়ি!
মাঠে চড়ে গরু সাদা বক ঝিলে লাফায় ছাগলছানা
সবুজ ছাড়িয়ে আবার সবুজ খুশির নেই ঠিকানা!
মেঘ চলে সাথে সূর্য তারা চাঁদটাও চলে পাশে
শহর ছাড়িয়ে মন ভেসে চলে দূর ওই নীলাকাশে!
ঝম্ ঝম্ ঝম্ ঝমঝমাঝম্ ছুটছে যে রেলগাড়ি
ভারি মজা আর আনন্দেতে চলছে যে সওয়ারি।