শোনো রঙিন ছন্দে বলি
ক'দিন পরেই আসছে হোলি!
একমুঠো রঙ মনের ঘরে
রাখছি শুধুই প্রিয়র তরে!
রাঙাব তারে দুহাত ভরে
দেখছি স্বপ্ন নিয়ম করে!
মনটি পড়া হয় নি যে তার
খুলবে কি সে মনের দুয়ার?
তবুও ডালি সাজাই ফুলে
গাঁথব মালা পরাব গ'লে!
আশার প্রদীপ তবুও জ্বলে
তা সে যাই থাক না ভালে!
রক্ত গোলাপ পাপড়ি দলে
প্রেম লুখিয়ে রেখেছি লালে!
রঙিন ফাগুন দিনটি এলে
রাখব না আর প্রেম আবডালে!
রাঙাব তারে সোহাগী লালে
দখিন হাওয়া দুলবে পালে!
হলদে সবুজ লাল ও নীলে
ফুটবে যে ফুল জীবনডালে!