ভগ্ন দশায় ভাঙা স্বপ্ন,
আর ভেঙে কী লাভ?
প্রত্যয় ও অঙ্গীকারের শক্ত গাঁথুনিতে
গেঁথেছি আর একটা স্বপ্ন!
কে বলতে পারে -
শূন্যতার আবডালে হয়তো বা পূর্ণতা!
কথায় বলে -
"সব পেলে নষ্ট জীবন",
'আঙুর ফল টক' সেতো সবাই জানে!
পাওয়ার ইচ্ছেটাও যে মরেও মরে না....
বেঁচে থাকে কখনো মরণেরও পরে!