পরিপাটি সাজানো বাগানে আমি...হতবাক
ফুলের আজ বড্ড দেমাক,
বলে...তুই দূরে থাক!
এ বাগান শুধু বোঝে রঙ ও রঙিন
আরশি তোকে বলেনি?
তুই যে আজ ফিকে...বর্ণহীন!


মনে পড়ে আজও...সেই ক্ষণ
কুঁড়িদের আদুরে আলাপন,
রক্তিম পূবাকাশ পলকে
পশ্চিমের গোধূলি...কখন!
মনে পড়ে,
কচি ডালে কিশলয়ে মোড়া
ছোট্ট ভীরু মন!


প্রবাহমান স্রোতে আজ,শুধুই আস্ফালন
প্রতিকূলে বেঁচে থাকা প্রাণপন!
জগতের শ্রেষ্ঠ শিক্ষক বুঝি...
জীবন!