যাকে পছন্দ করি না
তার ভালোটা নজর এড়িয়ে যায় বার বার,
খানিকটা ইচ্ছে করেই
ভুল প্রমাণিত হওয়ার ভয়!
কেউ যদি গুছিয়ে তার প্রশংসা করে কখনো
অগোছালো করে দেওয়া বরাবরের অভ্যেস
মানব না যা কিছু মেনে নেওযার নয়!


অপ্রত্যাশিতভাবে তার বিদায় ঘন্টা
যদি কখনো বেজে যায়,
ভুল ভাঙার খেলাঘরে
অনুশোচনায় গুমরে মরে
আরও এক ভুল পরিচয়!