অম্বরে ঘনকালো জলদের হাতছানি,
রিমঝিম রিমঝিম বরষার কলধ্বনি!
তপ্ত দহন জ্বালা বলছে যে,ইতি...
মোহময়ী রূপে ঐ সিক্ত প্রকৃতি!


অন্তরে জাগে প্রাণ শীতল সে পরশে
নাচে মনময়ূরী অনাবিল হরষে!
সব কালো যাক ধুয়ে  আজ এই বরষায়
জীবন তবুও বাঁচে প্রকৃতির ভরসায়!