আমি সুন্দরের পূজারী...
জানি,পৃথিবীটা আজ নয় সুন্দর
তবু মনে হয় আজও...
যেন সে বড়োই সুন্দরী!
দৃষ্টি যদি সুন্দর
সুন্দর যদি অন্তর,
এ ধরণী যা ছিল তাই
আজও তেমনই সুন্দর!


রবি শশী আকাশেতে
আজও চেনা নিয়মে,
মেঘেদের বুক চিরে
আজও তো বৃষ্টি নামে...!
ফুল পাখি তরুলতা
আজও শোনায় সেই বারতা,
তবে কেন আজ জগৎ জুড়ে
হৃদয় মনের এই দীনতা?


এসো না আজ হৃদয় মাঝে
সুন্দর খুঁজে ফিরি,
মন প্রাণ আর অন্তর শুধু
সুন্দর দিয়ে গড়ি!
সুন্দর থেকে সুন্দরতম
পৃথিবী আবার রচি,
অসুন্দরের আঁধার ঘুচিয়ে
শুধু সুন্দরে বাঁচি!