কারও জন্য কালকের দিন হয়তো বিশেষ ছিল
কারও জীবন কালকের রাতে হয়তো হেরে গেল!
স্বপ্ন কারও সত্যি হল কেউ বা আবারও ব্যর্থ হল,
কারও শূন্য হাতের 'পরে রাখল ভালোবাসা হাত
কারও বা হাত শূন্য হল কারও বা কাল পুড়ল বরাত!
এমনি করেই সময় আবার আজকে ভোরের আলোক ছুঁলো!
ফুল ফোটানোর স্নিগ্ধ ভোরে চিত্ত হোক শুদ্ধতম
হোক আগামী কঠিনতম কর্ম হোক শ্রেষ্ঠ ধর্ম।
নতুন করে চলব যে পথ,ধরব আবার জীবনের হাত
রাখব মনে সুখস্মৃতি,ঠোঁটে অমলিন হাসি থাক,
আজ দেখেছি দিনের আলো সেই তো পরম আশীর্বাদ
মুছে ফেলে দিয়ে কালকের গ্লানি বলব আজকে সুপ্রভাত।