যেতে যেতে তবু মুঠোয় ভরে দিয়ে যায়
অ...নেকটা রঙ,
রাঙিয়ে দিয়ে যায় বিষন্ন মন
গোধূলির অস্তরাগে!
ঘর ফেরা মাঝির কন্ঠে
আশা জাগানিয়া সুর,
যদিও নামছে আঁধার
সোনালী আলোর পরশে
মেলছে ডানা কবিতা...
ডাকছে তাকে ধূসর প্রান্ত
ডাকছে অচিনপুর!
এ যেন আভাস...
সাথে আছি পাশে আছি,
আবার আসব ফিরে
আঁধারের বুক চিরে!
যেতে যেতে যেন বলে...
যদি ভেবে দেখ আঁধারের পথ
তোমারই প্রয়োজনে,
আমি তো আছি থাকবও জেনো
আলোকিত আয়োজনে!