ফুল কুঁড়িদের রক্তে রাঙা
পিচ্ছিল পেছনের পথ...
অনিশ্চিত পদচারণায় কোনোমতে
ভারসাম্য রক্ষা....
অন্তিম রাতের শেষ সীমানায় দাঁড়িয়ে
অশ্রুসিক্ত নয়নতারায়
তবু নতুন সূর্যের অপেক্ষা...
অশুভকে ছাপিয়ে শুভ আগামীর আশে
আবার বাঁচতে শেখা...প্রাণপন!
শত শত নারী কন্ঠের আর্তনাদ
আকাশ বাতাস জুড়ে...
ব্যর্থ প্রচেষ্টায় কান পেতে থাকা তবু
হয়তো এখনও কোথাও
পাখিরা গাইছে সুরে...!
দুরু দুরু বুকে হলেও
কুঁড়িদের দল পাপড়ি মেলছে কোথাও...


থামে না তো জীবন...অবশেষে সেই ক্ষণ...
রাঙিয়ে আকাশ নতুন প্রভাতে
ঘুম ভাঙা চোখে সোনা রোদে রবি...
মুক্তির স্বাদে শিশিরবিন্দু উধাও!



(আসরের সকল কবিবন্ধুদের জানাই সুন্দর আগামীর অপার শুভেচ্ছা!শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে!
বিশেষ কিছু কারণে গত কয়েকদিন কারও পাতায় যাওয়া সম্ভব হচ্ছে না!ক্ষমা চাইছি সেজন্য সকল বন্ধুদের কাছে!ভালো থাকবেন সবাই)