তা সে কবিতা হোক বা কোবিতা
ক্যানভাসেতে ভাবনা আঁকে রঙ ছড়িয়ে...
হৃদয় তুলির টানে মনের জলছবি কথা!


আকাশ বাতাস ঝর্ণা পাহাড়
সঙ্গে স্বপ্ন সাথী,
বন্ধু পাতায় স্রোতস্বিনী
সঙ্গে বনবীথি!
যে যাই বলুক,যতোই থাকুক
হারিয়ে যাওয়ার ভয়,
কাব্য-নদী নাব্য কি না
ভাবনা সেতো নয়!
লুকোনো ব্যথা প্রেমের কথা
মুক্তি ডাকে....আয়,
ওজন বুঝে ছক কষে পথ
আর কি চলা যায়!


কে বা বলো রুখবে আমায়
বাঁধবে নিষেধ মানায়,
উড়ছে কেবল...চলবে উড়ে,মনপাখিটা
সাধের কাব্য ডানায়!