যে কবিতা একাত্ম হয় নীরবতায়
যে কবিতা ভাসায় তরী খরস্রোতায়
যার জন্য রাত্রি কাটে বিনিদ্রতায়...
যে কবিতা জ্বালায় আলো ঘোর তমসায়
যে কবিতা অশ্রু নামায় চোখের ভাষায়
তার জন্য করতে পারি শতাব্দী পার
তার  জন্য বইতে পারি ব্যর্থতার ভার!
পুড়তে পারি মোমের মতো দহন জ্বালায়
হতে পারি নিবেদিত প্রাণ পূজার থালায়!
তার জন্য হাঁটতে পারি অনন্ত পথ
হোক ঠিকানা তাও অজানা পথ চলাতেই আনন্দ তার!