তারপর একদিন ঘুমাবো
কালের বুকে ঘুমাবো শান্তির ঘুম।
অনেকটা হেঁটেছি পথ
শ্রান্ত অবসন্ন কায়া
এখানেই শেষ নয়
পেরোতে হবে উষর মরুভূমি...একা।
ঢেউ ভেঙে ভেঙে পেরিয়ে যাব সাগর
এখানেই শেষ নয়
এরপর পথ তারপর আরও অনেকটা পথ
এ পথ শেষ হওয়ার নয়
তারপর একদিন ঘুমাবো,
জানি ডাকবে না কেউ
ডাকলেও সাড়া দেব না
আমি তখন শান্তির ঘুমে
পেছনের পথে আর ফিরব না।
আর নয় ক্লান্তির পথ
রাত পেরিয়ে আলোর পথে
হাত রাখব মুক্তির হাতে!
তারপর একদিন ঘুমাবো
ঘুমিয়ে পড়ব শান্তির ঘুমে কালের বুকে মাথা রেখে।