অবশেষে দিলে পাড়ি না ফেরার ওই দেশে,
রইল পড়ে যা কিছু ম্রিয়মান আজ তোমার আবেশে।
ভাবতে যদি আরও একবার হয়তো হিসেব মিলতো,
পথের বাঁকে হয়তো জীবন তোমার কাছেই ফিরতো।
ভুলতে হয়তো অভিমান তুমিও সময়ের আলিঙ্গনে
হয়তো সুখের শ্রাবণ ধারায় সবুজ হতে মনে।
কোন সে আশে মাতলে তুমি দারণ সর্বনাশে
আর ক'টা দিন থাকতে না হয় জীবন ভালোবেসে।