কঠিন অসুখ...ধুঁকছে পৃথিবী
এভাবেও বদলে যায় চেনা ছবি?
সেই যে কবে জমেছে কালো মেঘ
অস্তগামী সূর্যের কোলে ঢলে পড়ে
অবুঝ আবেগ!
দিনের শেষ আলোটুকু ধরে রাখার
আপ্রাণ বৃথা চেষ্টা,
বৃষ্টি কোথায় হারিয়ে গেছে
আকন্ঠ তেষ্টা!
এরপর আঁধার তারপরও আঁধার
ভারী হয়ে আসে জীবনের ভার!
অগণিত কচি মুখ... শুকিয়ে কাঠ
জরা-জীর্ণ শীর্ণকায়
উনুন জ্বলেনি কতদিন,
তবে কি এবার শোধের পালা
যা কিছু জমেছে ঋণ?
ছাড়িয়েছে বুঝি সহ্যের সীমা
জবাব চাইছে প্রকৃতি,
এ পরীক্ষা কঠিন বড়...ছিল না প্রস্তুতি!
তবে কি আর হবে না শেষ রক্ষা
টানতে কি হবে...ইতি?