কই হলো নাতো...
রিক্ত হলো কবির কলম
লেখকের লেখনী,
কান পাতলে সেই তো শোনা যায়
মানবতার ক্রন্দন ধ্বনি!
তবে কি আর জাগবে না চেতনা?
মৃতপ্রায় হৃদয় জমিতে
মানবতার ফুল, আর কি ফুটবে না?


আমি তো তবু বুক বেঁধেছি আশায়
চেয়ে থাকি পথ অনন্তের পথে
নিগূঢ় প্রত্যাশায়...!


যান্ত্রিক....তবু তো এর নাম সভ্যতা
তবে কেন পথ হারিয়ে অনুক্ষণ
দিশেহারা সভ্য মানব হৃদয়?
রক্তাক্ত আঁচড় সময়ের সর্বাঙ্গ জুড়ে
অশ্রু ঝরায় ব্যথা?


আমি তো তবু বুক বেঁধেছি আশায়
চেয়ে থাকি পথ অনন্তের পথে
নিগূঢ় প্রত্যাশায়...
যদি ফেরে...সুদূরের ওই হারানো পথটি ধরে
পথ হারিয়ে চেনা পথে...আবার!