মন ছুঁয়েছে পাখির কূজন
প্রাণ ছুঁয়েছে দখিন হাওয়া,
বজ্র কঠিন সময়জুড়ে
এই তো হল পরম পাওয়া।
মেঘ রাঙা রাশি রাশি
টবের গাছে ফুলের হাসি
আজও সবাই তেমনি আছে
খানিক দূরে নয়তো কাছে।
চার দেওয়ালের শাসন বারণ
বদলে যাওয়া ধরণ ধারণ
জানলাখানি দেয় যে বলে
বাইরে দেখো হাজার কারণ।
বদলে যাওয়া সময় জুড়ে
মন যে অবাক স্তব্ধ,
ছন্দ ফেরায় সিক্ত পাতা
জল টুপ টুপ শব্দ।
মেঘের সাথে দূর আকাশে
মন চলে যায় উড়ে,
কাব্য এখন যোজন দূরে
শব্দ বন্দী ঘরে।