তুই তো গেছিস ভুলে...
আকাশের নীল রং তুইও যে চিনতিস
হঠাৎ বৃষ্টি এলে প্রাণপন ভিজতিস!
দেখা দিলে রঙধনু রঙে রঙ ঢালতিস,
শব্দেরা ধরা দিলে কবিতায় ডুবতিস!
ফুল ভালোবেসে তুই বাগানটা সাজাতিস
আবেগের পাল তুলে প্রাণ খুলে গাইতিস!


জীবন জীবিকা হলে হৃদয় হারিয়ে যায়
যন্ত্র-মানব বোঝে দিন শুধু আসে যায়!
সময়ের যাঁতাকলে কেবলই সে পিষ্ট
ভাবে খুঁজি সুখ তবু কোথায় কী কষ্ট?


আয় না দেখবি চল তোর খোলা জানালায়
সময়ের ফাঁক গলে জীবন থমকে রয়!
জীবন দ্বারেতে তোর যাপন দিয়েছে খিল
বাঁচতে চাইলে আজও বন্ধু আকাশ-নীল!
দ্যাখ চেয়ে ওই ওড়ে পরিযায়ী ঝাঁকে ঝাঁকে
কবিতার শেষ পাতা তোকে ডাকনামে ডাকে!
কেন তুই যাস ভুলে তোরও যে মন আছে
সেও চায় তুই  তাকে ভালোবেসে ডাক কাছে!


ঊষর এক মরুভূমি সইছে কেবলই ব্যথা,
একটু সবুজ হতে লেখ তুই নদী-কথা!