তুমি আসবে বলে
জাগে একি রোমাঞ্চ!
সাতরঙা ফুলে ফুলে সাজিয়েছি মালঞ্চ....
শিহরণ জাগে একি সুর তাল ছন্দে,
প্রকৃতি যে অপরূপা রাশি রাশি আনন্দে...
তুমি আসবে বলে
প্রভাত আলোয় করেছি পূন্যস্নান,
শিউলি বকুলের সুবাস মেখেছি,
করেছি অমৃত সুধা পান!
সেজেছি আজ আমি ভালোবাসার প্রসাধনে,
গেঁথেছি আশার মালা, পরেছি তা যতনে!


তোমায় দেখব বলে
পিপাসু নয়নে প্রতীক্ষায় বসে,
ভাবছি তোমায় শুধু,আঁধার নামল শেষে!
ঘন আঁধারের বুকে
চাঁদ হারিয়ে গেল,
হঠাৎ যেন চারিদিক ঝাপসা হয়ে এলো!
দু'গাল বেয়ে ঝরছে শুধু উষ্ণ জলের ধারা,
ছিঁড়ে গেল মালা,ছড়িয়ে টুকরো আশারা!


তুমি আসবে বলে
চূর্ণ হলো আমার যত অহংকার,
তবুও তোমার তরে খোলা রইল আমার দ্বার....
তুমি আসবে বলে!!