সেদিন অগোছালো ছিল
পরিকল্পনা বিহীন,
দামী আসবাব ছিল না একটাও
তবু তাতে প্রাণ ছিল
তার ছোঁয়া যেন ছিল তৃষ্ণার জল!
কারা যেন বলেছিল এবার তো
সাজিয়ে গুছিয়ে নাও...
আজ সবটা গুছিয়ে রাখা
সম্ভ্রান্ত দামী উপকরণ,
শুধু আকন্ঠ তৃষ্ণায় শুকিয়ে আসে গলা
সঞ্জীবনীর পথ চেয়ে যেন এক প্রাণহীন শো পিস্
কাল কিংবা পরশুর অপেক্ষায়।