তোমার শহরে একটু জায়গা দিও
একটা দোকান খুলবো।
যার যেটা লাগবে সেটাই বেচবো।
স্বপ্ন বেচে ক্রেতার হতাশ নিব
সুখ দিব, তাই দুঃখ নিব।
তোমার কিছু লাগবে কি?
বিনিময় যা দিবে দিবে এতে মাথাব্যথা নেই।
ভালোবাসা লাগলে নিও, দিও কিছু অবহেলা।
বাকিতেও নিতে পার,
অবহেলা বিতৃষ্ণা জন্মালে পরে না হয় শোধ দিও।
করুণা আমি চাই না, যা কথা হবে ব্যবসার বাহিরে নয়।
ফিরিয়ে দিব না একটি ক্রেতাও
যার যেটা লাগে নিও।