অ আ তে শুরু আমার
সবার মাঝেই ধুম
আর আমার ধরে ঘুম।
মা বলে, 'পড় বেটা পড় '
বাবা দেয় চুম।
আর আমার ধরে ঘুম।
পারবে তুমি হবেই বড়
লক্ষ্যে তোমার এগিয়ে চলো।
সবার মাঝেই ধুম
আর আমার ধরে ঘুম।
পড়ছে সবাই সমান তালে
যেন পিছিয়ে না পড়ে সবে।
সবার মাঝেই ধুম
আর আমার ধরে ঘুম।
জ্ঞানার্জন পরের কথা
হবে কে প্রথম, হবে কে সেরা।
সবার মাঝেই ধুম
আর আমার ধরে ঘুম।
সকাল, দুপুর, রাতে শুধু
পড়, পড় আর পড়।
হবে কি পড়ে এত?
হতে দাও ওদের বড়
নিতাই, ভূপেন আছে যত।
নিতাই হেসে বলে, 'হয়েছি প্রথম।'
আর আমার ধরে ঘুম।
হবে কি আমার, হবো কি আমি।
এই নিয়ে মা-বাবার চোখে নাই ঘুম!
আর আমার ধরে ঘুম।