বহুদূর-
কথা ছিল হেঁটে যাবো দিগন্ত মাড়িয়ে।
আমাকে কেউ-
আপন আলোয় পৌঁছে দিবে মহাসমুদ্রের ঢেউ সরিয়ে।
বলা ছিল-
প্রবল স্রোতে, পাহাড় চূড়ায়, ভস্ম ধোঁয়ায়, সহস্র কবিতায়।
হয়নি বলা-
রঙ ফুরিয়ে জেগে সাথী চাঁদ জোছনায়।
ঝড় এলেই-
অগোছালো ঘর স্বপ্ন সাগর খড়কুটো রয়।
ডাকছি তবু-
কালশিটে দাগ হৃদয়ের গায় উপেক্ষিত সময়।
যাবে নাকি-
চুপটি করে নিরুদ্দেশে মায়া জড়িয়ে।
হলো না হয়,
সংস্কারের বাঁধ ভুলিয়ে এ বেলাতে ছুটি ঝুলিয়ে।
কথা দিলাম,
মেঘ বলেছে আলো ছড়াবে অভিমান ভুলিয়ে।


আমার না হয় পেন্সিলে রঙ,
তুমি কি তাই ভিড় দেখাবে।
আমার না হয় গল্পে খরা,
তুমি কি তাই সুর থামাবে।
আমার না হয় মন ফেরারী,
তুমি কি তাই আগুন ছোঁয়া।
আমার না হয় নদ অচেনা,
তুমি কি তাই জল শুকাবে।
আমার না হয় খেয়াল খুশী,
তুমি কি তাই মুখ ফেরাবে।


ধুলো জমেছে পদ্য পাতায়, স্মৃতির দেয়াল সাঁতার কাটায়।
তুমি কি কখনো আমার ছিলে, বেসুরা ঘড়ি বেতাল ভাবায়।
ঝরা পাপড়ি শুকিয়ে চলে, গাছের গুরির আপন তলে।
কুড়িয়ে নিতে আপত্তি যেথায়, বিকল্প পথ বেঁকে চলে।
একই আছে একই রকম, আমার মন-প্লাবনে শতক বাঁধন।
অর্ধ গদ্যে জীবন যাপন, তুমি কি আর...।


★ জুন, ২০২০